ছন্দছাড়া কথা অকথার গদ্য

ছন্দছাড়া কথা অকথার গদ্য
_____________________________________________________________________________________________________________________
এই ব্লগে আমার যে কোন পোষ্টে সকল পাঠকের সুচিন্তিত মন্তব্য আশা করি।

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

শুরুতে~~~~~~~~~~~

দুনিয়ার কত কত ভাবনা ভিড় করে আসে মনের ভেতরে, বাসা বাঁধে। ওখানে এত জায়গা কোথায় পায় ! ভাবনাদের যেন আরাম বিরাম নেই, নেই অন্য কোন কাজ-কর্ম। সব সময় চঞ্চল, অস্থির ! মন আনমনা হয় তো ওদের নিয়ে ভাবতে বসে বলেই। 

ভাবনার না আছে জাত-কূল, না আছে ধর্ম-কর্ম। সে এক সর্ব-সম্প্রদায়ের মহা সম্মিলনী। কোন ভাবনা বেশ ভার ভারিক্কী আবার কোন ভাবনা একেবারেই সাধারণ ভাল মানুষ। আরেক ভাবনা আছে মন-ছাড়া। এত ছন্নছাড়া এরা ! ওরে বাবা একটু শান্ত হয়ে বোস, দু দণ্ড তোকে দেখি বুঝি, তা না, বলা নেই কওয়া নেই-- চলল। কোথায় তা' কে জানে ! আবার কেউ আছে মন কাড়া, মন নাড়া। তারও কত ছিরি, কত রকমফের ! আদরে আলতো ছুঁয়ে একটু নাড়া দিলে তো তাকে খুব একটা মনে থাকে না। যদিবা কখনো সখনো মনে পড়ে, তো একটু ঠোঁটচাপা হাসি আর নয়তো ক্ষনিক থমকান এক মেঘলা মুখ ! আর যদি 'মনে রেখো' বলে জোরে নাড়িয়ে দিয়ে যায় সবকিছু তবে তাকে ভোলায় কার সাধ্যি। তখনযে উঠতে বসতে নাইতে শুতে দোলনা হাসি, গান নয়ত আকাশ কালো ঈশানী মেঘ--- মেঘ ভাঙা বৃষ্টি।

ভিড় করে আসা এসব ভাবনায় কত কথা-অকথা ছবি গান গদ্য পদ্য কবিতা। তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে খেলে বেড়ায় ছোট্ট ছোট্ট লেখা, যেন একটা ছোট্ট কণা। কথা অকথার সেসব ছোট্ট কণা হয়ে উঠতে পারে স্ফুলিঙ্গ। হয়ে উঠতে পারে সব অনাচার পোড়ানো এক অগ্নিশিখা, এক দাবানল, এক সুপ্ত গিরির অগ্নুৎপাত! 

ভাবনার সেই কথা অকথার গদ্যগুলোর সবার না আছে কোন ছাঁদ, না আছে কোন ছন্দ। সেসব ছন্দ অছন্দের গদ্যকথা নিয়েই জীবন চলা............।।

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

bhabnar prkash je eto sundar hote pare ta bhatei pari na

একটি মন্তব্য পোস্ট করুন